হিন্দু ধর্মে শ্বশান একটি গুরুত্বপূর্ন বিষয়। মৃত দেহ সৎকার করার স্হানকেই শ্বশান বলে। হিন্দু পুরোহিতগন শ্বশানে হিন্দু ধর্মের মৃত ব্যক্তির তন্ত্র মন্ত্র দ্বারা সৎকার করে থাকেন। বালিদিয়া ইউনিয়নে সংখ্যালঘু হিন্দুদের একটি শ্বশান ঘাট রয়েছে। এটি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলী গ্রামে অবস্হিত।