Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভাসমূহ

৫নং বালিদিয়া ইউনিয়ন পরিষদ

মহম্মদপুর, মাগুরা।

 

A`¨ BsivRx 03.12.2017 ZvwiL †ivR : রবিবার  mgq: †ejv 10.00 NwUKv ¯’vb: BDwc Awdm ¯’vbxq BDwc †Pqvig¨vb Rbve মোঃ পান্নু মোল্যা এর  সভাপতিত্বে mfvKvh©  শুরু Kiv nBj|

(১)অদ্যকার সভার শুরুতেই অত্র ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর ধার্য্যের বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হল।উক্ত বিষয়ে সভাপতি সাহেব বলেন যে,অত্র ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর ধার্য্যের নিমিত্তে ওয়ার্ড ভিত্তিক দক্ষ লোক নিয়োগ করা হয়েছে। তাহারা উপজেলা নির্বার্হী অফিসারের কার্য্যালয়ের মাধ্যমে একদিনের প্রশিক্ষন নিয়া কাজ শুরু করেছে। তাদের পারিশ্রমিকের বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো। সভাপতি সাহেব বলেন যে, এ্যাসোসরগন প্রতিদিন ৫০০/=হিসাবে মজুরী দাবী করেছে অথবা খানা প্রতি ১৫/-টাকা প্রদানের জন্য প্রস্তাব দিয়েছে।

উক্ত বিষয়ে উপস্হিত সদস্যগন বিস্তারিত আলোচনায়ন্তে সর্বসম্মতিক্রমে খানা প্রতি ১০/-টাকা হারে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলো। তবে এ্যাসোসরগন চূড়ান্ত তালিকা প্রস্তুত পর্যন্ত তাদের কাজ করতে হবে।

(২)অদ্যকার সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হইল। জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০১৭ অনুযায়ী ফি আদায় বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হইল।উক্ত বিষয়ে এলাকার জনসাধারনকেম অবহিত করার জন্য উপস্হিত সদস্যগনকে অনুরোধ করা হলো।

(৩)অদ্যকার সভায় অত্র ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো। উপস্হিত সদস্যগন বলেন যে, অত্র ইউনিয়নের আইন শৃঙ্খলা সন্তোষজনক।স্ব স্ব ওয়ার্ডের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সভাপতি সাহেব উপস্হিত সদস্যগনকে অনুরোধ করেন।

(৪)অদ্যকার সভায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো। উপস্হিত সদস্যগন বলেন যে, বাল্য বিবাহ প্রসঙ্গে এলাকার জনসাধারন  বর্তমানে খুবই সচেতন। জানামত অত্র ইউনিয়নের কোথাও বাল্য বিবাহ হচ্ছেনা।এ ব্যাপারে সকলে সজাগ দৃষ্টি রাখার জন্য সভাপতি সাহেব উপস্হিত সদস্যগনকে অনুরোধ করেন। বাল্য বিবাহ সংগঠিত হলে সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
(৫)অদ্যকার সভায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচেনা করা হলো। অদ্যকার সভায় আগামী বছরের শুরুতেই এলাকার বিদ্যালয় গমন উপযোগী ছেলেমেয়েদের কে স্কুলে ভর্তির বিষয়ে এলাকার জনসাধারকে পরামর্শ প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহিত হইল। সকল ছেলে মেয়ে যাতে স্কুলে ভর্তি হতে পারে সে ব্যাপারে স্কুল শিক্ষকগনের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।

(৬)অদ্যকার সভায় স্বাস্হ্য সেবা প্রসঙ্গে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো।এলাকার জনসাধারনকে স্ব স্ব এলাকার কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্হ্য সেবা  গ্রহনের পরামর্শ প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।

অদ্যকার সভায় আর কোন গুরুত্বপূর্ন আলোচনা না থাকায় সভাপতি মহোদয়  সভায় উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

 

                                                           সভাপতি