৫নং বালিদিয়া ইউনিয়ন পরিষদ
মহম্মদপুর, মাগুরা।
(১)অদ্যকার সভার শুরুতেই অত্র ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর ধার্য্যের বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো।উক্ত বিষয়ে সভাপতি সাহেব বলেন যে, অত্র ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর ধার্য্যের কাজ সম্পন্ন হয়েছে এবং স্ব স্ব ওয়ার্ডের জনসাধারনের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনায়ন্তে সর্বসম্মতিক্রমে ওযার্ড ভিত্তিক চূড়ান্ত কর তালিকা প্রস্তুত করা হয়েছে। বিস্তারিত বিবরন নিম্নে উল্লেখ করা হল।
ওয়ার্ড নম্বর |
খানা সংখ্যা |
বাৎসরিক ধার্য্যকৃত কর |
অর্থ বছর |
০১ |
৭১০ |
৯৯,৯৯৭/- |
২০১৭-২০১৮ইং |
০২ |
৭২২ |
১,১৫,৮৪০/- |
|
০৩ |
৭৫০ |
৯৩,৯৯২/- |
|
০৪ |
৬৭৫ |
৭৫,৭৫৪ |
|
০৫ |
৬২০ |
১,২৩,২৮১/- |
|
০৬ |
৮০০ |
১,১১,৫১৫/- |
|
০৭ |
৬৮২ |
১,২৩,০৮০/- |
|
০৮ |
৬৯০ |
১,০৯,৬১০/- |
|
০৯ |
৯৪০ |
১,৩৫,৬৯৮/- |
|
সর্বমোট |
৬,৫৮৯ |
৯,৮৮,৭৬৭/- |
অদ্যকার সভায় উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনায়ন্তে সর্বসম্মতিক্রমে অত্র ইউনিয়নের উল্লেখিত ০৯টি ওয়ার্ডের ধার্য্যকৃত ট্যাক্স চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো। উক্ত তালিকা যথাযথ কর্তৃপক্ষের নিকট দা্খিল করার জন্য অত্র সভা সর্বসম্মতিক্রমে সভাপতি সাহেবকে অনুরোধ করেনে।
(২)অদ্যকার সভায় অত্র ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রসঙ্গে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো। জন্ম মৃত্যু নিবন্ধন আইন ২০১৭ অনুযায়ী ফি আদায় করিয়া নির্ধারিত হিসাব নম্বরে নিয়মিতভাবে জমা দেওয়ার জন্য ইউপি সচিবকে অনুরোধ করা হলো।
(৩)অদ্যকার সভায় অত্র ইউনিয়নের আইন শৃঙ্খলা বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হইল। উপস্হিত সদস্যগন বলেন যে, অত্র ইউনিয়নের আইন শৃঙ্খলা সন্তোষজনক।স্ব স্ব ওয়ার্ডের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সভাপতি সাহেব উপস্হিত সদস্যগনকে অনুরোধ করেন।
(৪)অদ্যকার সভায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো। উপস্হিত সদস্যগন বলেন যে, বাল্য বিবাহ প্রসঙ্গে এলাকার জনসাধারন বর্তমানে খুবই সচেতন। জানামত অত্র ইউনিয়নের কোথাও বাল্য বিবাহ হচ্ছেনা।এ ব্যাপারে সকলে সজাগ দৃষ্টি রাখার জন্য সভাপতি সাহেব উপস্হিত সদস্যগনকে অনুরোধ করেন। বাল্য বিবাহ সংগঠিত হলে সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
(৫)অদ্যকার সভায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচেনা করা হলো। অদ্যকার সভায় আগামী বছরের শুরুতেই এলাকার বিদ্যালয় গমন উপযোগী ছেলেমেয়েদের কে স্কুলে ভর্তির বিষয়ে এলাকার জনসাধারকে পরামর্শ প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহিত হইল। সকল ছেলে মেয়ে যাতে স্কুলে ভর্তি হতে পারে সে ব্যাপারে স্কুল শিক্ষকগনের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।
(৬)অদ্যকার সভায় স্বাস্হ্য সেবা প্রসঙ্গে উপস্হিত সদস্যগনের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো।এলাকার জনসাধারনকে স্ব স্ব এলাকার কমিউনিটি ক্লিনিক থেকে প্রাথমিক স্বাস্হ্য সেবা গ্রহনের পরামর্শ প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হলো।
অদ্যকার সভায় আর কোন গুরুত্বপূর্ন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সভায় উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
সভাপতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস