ঐতিহ্যবাহী কানাবিল । প্রকৃতির অপুর্ব এক দৃশ্য। এ মনোরম বিলটি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্হিত। অত্র এলাকার জনসাধারনে খাদ্যের অভাব দূরিকরনে এ বিলের অবদান অপরিসীম। কেননা এ বিল কে ঘিরেই প্রায় ৮টি গ্রাম তাদের নিত্য দিনের কৃষি কাজ পরিচালনা করে আসছে। বোরো মৌসুমে এ বিলে প্রচুর পরিমানে ধান আবাদ হয়ে থাকে যা স্হানীয়দের খাদ্যের চাহিদা পূরন করে পাশ্ববর্তী জেলায় রপ্তানী হয়ে থাকে। তাই এই বিলের গুরুত্ব এ ইউনিয়নবাসির নিকট অপরিসীম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস